05. এক যে ছিল রুটির বোর্ড (Bread Board ব্যবহারবিধি) Bread Board basics



এক যে ছিল রুটির বোর্ড (Bread Board ব্যবহারবিধি)
Bread Board basics

এক যে ছিল রুটি তক্তা(!)এ আবার কেমন কথা??
হ্যা, আসলেই সত্য রুটি তক্তা(!) বলে কিছু একটা আছে ইলেকট্রনিক্সে মানে ইংরেজিতে যাকে তোমরা Bread Board বলো আমি তাকে বাংলা করে বললাম আর কি!
প্রতিটা আরডুইনো প্রজেক্টএর জন্য তোমার ব্রেড বোর্ড দরকার হবে এ জন্য এই টিউটোরিয়ালটা খুবই  ইম্পরট্যান্ট


bread board br1ghtsun.blogspot.com
ব্রেড বোর্ড


উপরের ছবিতে একটা ব্রেড বোর্ড দেখতে পাচ্ছ। ব্রেড বোর্ড আরো বিভিন্ন রকমের হয়। ছোট বড় মেল্লা সাইজের ব্রেড বোর্ড পাওয়া যায়। যে প্রজেক্টের জন্য যেমন সাইজ পারফেক্ট ঠিক তেমন সাইজের ব্রেড বোর্ড ব্যবহার করা হয়।কাজ করার সময় তুমিই বুঝতে পারবে তোমার কোন সাইজের ব্রেড বোর্ড দরকার।তবে যে কোন এক সাইজ নিয়ে কাজ করলেই হয়
 
bread board wired br1ghtsun.blogspot.com
ব্রেড বোর্ড
এখন হাতে তোমার ব্রেড বোর্ডটা নাও। তারপর উপরের ছবিটার সাথে মিলিয়ে নাওছবিতে কানেকশন বুঝাতে লাইন টানা আছে
ব্রেড বোর্ডের দুই পাসে যে দুইসারি করে পোর্ট আছে সেগুলা লম্বা লম্বিভাবে  যুক্ত এই দুই সারিতে সাধারণত কোন কম্পনেন্ট লাগানো হয় না দেখ এই দুই সারির পাসে লাল আর আকাশি লাইন টানা আছে লাল লাইনের মাথায় +(ধনাত্মক) আর আকাশি লাইনের মাথায় –(ঋণাত্মক) চিহ্ন দেয়া আছেএই দুই লাইন সবসময় ধনাত্মক আর ঋনাত্মক প্রান্তের জন্য ব্যবহার করবা তবে সার্কিট বানানোতে ভূল কম হবে



ব্রেড বোর্ডের মাঝে যে খাঁজটা আছে তার দুপাশে পাঁচ সারি করে লম্বা লম্বিভাবে সাজানো অনেকগুলা পোর্ট আছে এগুলা আড়াআড়িভাবে কানেকশন দেয়া থাকে মাঝের এই পোর্টগুলাতে বিভিন্ন ইলেক্টনিক কম্পোনেন্ট যুক্ত করা হয়

<Previous Tutorial    Next Tutorial>
Powered by Blogger.