20. পটেনশিওমিটার ব্যবহার করে বাজারের ভলিউম বাড়ানো কমানো - (Buzzer volume up down with potentiometer)
পটেনশিওমিটার ব্যবহার করে বাজারের ভলিউম বাড়ানো কমানো
Buzzer volume up down with potentiometer
Buzzer volume up down with potentiometer
গত টিউটোরিয়ালে আমরা পটেনশিওমিটার সম্পর্কে বিস্তারিত জেনেছি। সেটি পড়তে এখানে ক্লিক করুন।
এই টিউটোরিয়ালে আমরা গত টিউটোরিয়ালের ধারনাকে কাজে লাগিয়ে বাজারের সাউন্ড কম বেশি করব।
এ জন্যে আমাদের প্রয়োজন হবে একটি বাজার, একটি ব্রেড বোর্ড, কিছু জাম্পার ওয়্যার এবং তোমার প্রিয় আরডুইনো।
সব গুলা কম্পোনেন্ট হাতের কাছে নিয়ে নাও। এবং নিচের মত করে সার্কিট সাজিয়ে ফেলো।
পটেনশিওমিটারের দুই দিকের পায়ের এক পা আরডুইনোর ৫ ভোল্টে এবং আরেক পা গ্রাউন্ডে সংযোগ দাও। এবার পটের মাঝের পা আরডুইনোর অ্যানালগ পিনের A2 তে কানেক্ট করো।
এবার বাজারের পজিটিভ প্রান্ত আরডুইনোর ১১ নাম্বার পিনে এবং নেগেটিভ প্রান্ত গ্রাউন্ড পিনে কানেক্ট করো।
ব্যস! হোয়ে গেল তোমার কাঙ্ক্ষিত সার্কিট।
এবার নিচের মত করে কোড লিখে আরডুইনোতে আপলোড করে দাও।
int potPin = A2;
int buzzerPin= 13;
int volume = 0;
void setup() {
pinMode(buzzerPin,OUTPUT);
}
void loop() {
value = analogRead(potPin);
analogWrite (buzzerPin,value);
}
এবার আরডুইনোতে পাওয়ার দিয়ে দিলেই হয়ে গেল তোমার কাঙ্ক্ষিত প্রোজেক্ট।
<Previous Tutorial Next Tutorial>