06. Arduino IDE Install - আরডুইনো আইডিই ইন্সটল
আরডুইনো আইডিই ইন্সটল
ধরো তুমি তোমার বন্ধুকে বললে,
কাল বাজার থেকে তোমার জন্যে একটা বই কিনতে। বইটা এসে তোমার বাসায় দিয়ে যেতে হবে। এটাও
বলে দিলে যে, যদি সে তোমার বাসায় এসে তোমাকে না পায়, তবে কলবেল চেপে কাউকে দিয়ে ডেকে দিয়ে যেতে এবং বাসায় তোমার আম্মু থাকলে তার
কাছ থেকে টাকা নিয়ে যেতে।
এককথায় তুমি তোমার বন্ধুকে কিছু
নির্দেশনা (Instruction) দিলে । আমরা যখন কিছু বানাব, তখন সেটাকেও কিছু নির্দেশনা দিতে
হয়। এটাই প্রোগ্রাম বা কোড।
তুমি তোমার বন্ধুকে কথাগুলো জানিয়েছিলে
ফোনে! আমরা এই কথাগুলো লিখব ইন্ট্রিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট
(Integrated Development Environment - আইডিই) বা আইডিই নামক এক জায়গায়।
মানুষের ভাষা কম্পিউটার বুঝতে পারে না, এ জন্যে আমাদেরকে কম্পিউটারের বোধগম্য উপযোগী
মেশিন কোডে রুপান্তর করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় কম্পাইল (compile) করা ।
আর আমরা এই ইন্সট্রাকশন লিখি টেক্সট
এডিতর বা কোড এডিটরে । এই সবগুলো উপাদানকে কাজের সুবিধার জন্যে একসাথে জোড়া দিয়ে যে
সফটও্য্যার বানানো হয়, তাকে আইডিই বলে। এখানে লেখার ব্যাপারটা মাইক্রোসফট ওয়ার্ডে
কিছু লেখার মতই সোজা। আর যাতে লেখাটা মাইক্রোকন্ত্রোলারের বোঝার উপযোগী করা যায় এ জন্যে
আছে কম্পাইলার।
এখনা আসি আরডুইনোর অন্যতম কাজ
প্রোগ্রামিং অংশে । আমরা কোডগুলো লিখব একটা আইডিইতে। এর অর্থ হচ্ছে এখানে একসাথে এডিটর,
কম্পাইলার এবং কোড আপলোড করার ব্যপার সব সুন্দরভাবে দেওয়া আছে।
প্রথমে আমাদের কম্পিউটারে আইডিই
ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। “Arduino আইডিই” পাওয়া যাবে এই লিংকে
ডাউনলোডের পর সেটআপ ওপেন করবে।
প্রথমে যে পেজটা আসবে, সেখানে I agree ক্লিক করতে হবে। মানে হচ্ছে তুমি এই সফটওয়্যারটা
তোমার পিসিতে ইন্সটল করতে চাও।
এক পর্যায়ে ড্রাইভার ইন্সটল কয়েকটা
প্রশ্নের বক্স/উইন্ডো আসবে। ড্রাইভারের (Driver) বক্স এলে এর সবগুলোকে ইন্সটল/নেক্সট (install/next) -এ ক্লিক করে ইন্সটল
করে নিতে হবে। এখানে কিছু স্কিনশট দেওয়া আছে।
সব ড্রাইভার ইন্সটল শেষ হলে Close
বাটনে চেপে ইন্সটল সম্পন্ন করতে হবে।
ইন্সটল করা শেষ হলে আইডিই সফটওয়ার
ওপেন করবে। তখন একটা মেইন পেজ আসবে।
<Previous Tutorial Next Tutorial>