09. LED blingking - এলইডি বাতি জ্বালানো

আরডুইনো কোডিংএর বেসিক
(LED লাইট জ্বালানো)
এই টিউটোরিয়ালে আমরা একটা LED বাতি জ্বালাব।
এখন আমরা যে প্রজেক্ট করব সেটা তোমরা আগেও হয়ত অনেক বার করেছ। খেলাচ্ছলে কখনো ব্যাটারির আর বাতি তার দিয়ে লাগিয়ে জ্বালিয়েছ??
অনেকেই এভাবে বাতি জ্বালিয়েছ । আমরা সেই একই কাজ করব, শুধু আমাদের ম্যানুয়ালি হাত দিয়ে করার বদলে কাজটি করবে আরডুইনো।
চলো, আমরা আমাদের উপকরণগুলো হাতের কাছে নিয়ে নিই। তুমি তোমার কম্পিউটারে আরডুইনো আইডিই (Arduino IDE) ওপেন করো। হাতের কাছে তোমার আরডুইনো উনো (Arduino UNO) , কিছু LED বাতি (LED= Light Emitting Diode) , কিছু জাম্পার তার (Jumper Wire) , কিছু রোধ (Resistore 220 ohm) এবং ব্রেড বোর্ড (Bread Board) নাও।
গল্পের শুরুতে একটা ছবি দেখে নিলে কেমন হয়? আমরা আমাদের প্রজেক্টের একটা সহজ ডায়াগ্রাম দেখে নেই চলো।


এবার ডায়াগ্রামের মতো করে তোমার নিজের আরডুইনো সার্কট সাজিয়ে ফেলো।
প্রথমে ব্রেড বোর্ডে LED বাতি বসাও। সাধারণত LED বাতির বড় পা ব্যাটারির পজিটিভে এবং ছোট পা নেগেটিভে যুক্ত করতে হয়।
আরডুইনোতে LED এর বড় পা ১৩ নাম্বার পিনের সাথে এবং ছোট পা GND তে যুক্ত করতে হবে।
একটা কথা, যখন এই সার্কিট বসাবে তখন পাওয়ার কেবল খুলে রাখবে। ব্যাটারি / ইউএসবি পাওয়ার কেবল লাগানো অবস্থায় সার্কিট বসানো হলে আরডুইনো বোর্ড নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। পুরো সার্কিট বসানো হলে আরডুইনোর সাথে দেওয়া ইউএসবি কেবল দিয়ে তোমার কম্পিউটারের সাথে যুক্ত করবে।
এবার আরডুইনো আইডিই চালু করে ঝতপট নিচের কোড লিখে আপলোড করো।

void setup() {
             pinMode(13,OUTPUT);
void loop() {
             digitalWrite(13,HIGH)
             delay(1000);
             digitalWrite(13,LOW);       
             delay(1000);
            }







কি, কোড আপলোড হচ্ছে না?
দেখো তো কোথাও কোনো সেমিকোলন মিস করেছ কিনা? কিংবা বানান ভুল??
তবুও না হলে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিতে ভুল করেছ কিনা?
তবুও হচ্ছে না?
আচ্ছা, তুমি কি টুলস (tools) থেকে সঠিক পোর্ট (port) সিলেক্ট করেছ? আবার টুলস থেকে board অপশনে গিয়ে Arduino/Genuino UNO সিলেক্ট করেছ তো?


এবার আবার কম্পাইল করে আপলোড করার চেষ্টা করো।


<Previous Tutorial    Next Tutorial> 
Powered by Blogger.