08. Arduino compiler mobile - মোবাইলে আরডুইনো কোডিং

মোবাইলে আরডুইনো কোডিং
যাদের কম্পিউটার নেই তাদের মন খারাপ করার কারণ দেখছি না। তোমাদের জন্যে রয়েছে সুখবর। আরডুইনোর অ্যান্ড্রোয়েড আইডিই পাওয়া যায়। নাম ‘ArduinoDroid: Arduino IDE’ 
 ইন্সটল করার পর তুমি তোমার ফোন দিয়েই আরডুইনোতে কোড আপলোড করতে পারবে। তবে তোমার ফোনে ওটিজি (OTG) সুবিধা থাকতে হবে।
এই লিংক থেকে ডাউনলোড করতে পারবে।
https://play.google.com/store/apps/details?id=name.antonsmirnov.android.arduinodroid2&hl=en





*OTG কী??সহজ ভাষায় এটি স্মার্টফোনের একটি ফিচার ওটিজি সাপোর্ত করে এমন ফোনগুলোতে তুমি ইউএসবি জ্যাকসংবলিত ডিভাইস সংযুক্ত করতে পারবে । যেমনঃ পেনড্রাইভ, কার্ড রিডার, ডিজিটাল ক্যামেরা আর আরডুইনো তো আছেই।

<Previous Tutorial    Next Tutorial>
Powered by Blogger.