02.Arduino কী?? খায় নাকি মাথায় দেয়?? What is ARDUINO??
Arduino কী??
খায় নাকি মাথায় দেয়??
What is ARDUINO??
আজ একটা প্রশ্ন দিয়েই শুরু করছি… Arduino খায় নাকি মাথায় দেয়??
তাকে আমরা খেতে বা মাথায় দিতে না পারলেও সে আমাদের খাইয়ে বা কিছু একটা মাথায় দিয়ে দিতে পারে অনায়েসে।
আচ্ছা আরডুইনোটা আসলেই কী জিনিস? আরডুইনো হচ্ছে ইতালিয়ান কোম্পানির বানানো একটা ডেভেলপমেন্ট বোর্ড যার মূল যার হৃদপিণ্ডে বসে আছে একটা মাইক্রোকন্ট্রোলার ।
একটি ডেভেলপমেন্ট বোর্ড |
ধুর মিয়া… ডেভেলপমেন্ট বোর্ড আর মাইক্রোকন্ট্রোলার জিনিস দুইটা বুঝলাম নাহ। বুঝায়া কউ …..
আচ্ছা ডেভেলপ কথাটা অর্থ কী?? কোন কিছু বানানো। অতি সহজ ভাষায় যে বোর্ড কোন কিছু বানাতে সাহায্য করে সেটাই ডেভেলপমেন্ট বোর্ড।
আর মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এই ডেভেলপ বোর্ডের প্রাণ। এটি হচ্ছে একটা শক্তিশালী IC ।
আইসি জিনিসটা আপাতত না জানলেও চলবে। তবে কোন কিছু জানার আগ্রহ থাকা ভাল। জানতে চাইলে খুব সহজেই গুগলে একটা ছোট্ট সার্চ দিলেই পেয়ে যাবে। এই মাইক্রোকন্ট্রোলারকে তুমি একটা কম্পিউটারের ছোট ভাই বলতে পারো।
<Previous Tutorial Next Tutorial>
আরডুইনোর ফিচার সমূহঃ
- ফ্রি টুলস এবং ড্রাইভার
- Arduino তে প্রোগ্রাম লোড করার জন্য এক্সট্রা কোন সার্কিট বোর্ডের প্রয়োজন নেই
- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজঃ সি ++ বা সি এর সিমপ্লিফাইড ভার্শন
- ডিভাইস না খুলে রিসেট দেওয়া যাবে
- চিপ নষ্ট হলে সহজেই পরিবর্তন করা যাবে
- Arduino বিভিন্ন সেন্সর থেকে এনালগ ও ডিজিটাল সিগন্যাল রিড করতে পারে এবং আউটপুটে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারে।
- Laptop, নোটবুকে কিংবা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই কাজ করা যাবে।
Arduino এর সুবিধা সমূহঃ
- যেকোন অপারেটিং সিস্টেমে(উইন্ডোজ, ম্যাক, লিনাক্স) চালনা করা যায়
- প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সহজে কার্য সম্পাদন করা যায়
- অনেক জটিল প্রজেক্ট কে আরডুইনোর সাহায্যে সহজে করা যায় ও বিশ্বের অনেক ইলেকট্রনিক্স যন্ত্র তৈরীর কম্পানিগুলি আরডুইনো ভিত্তি করে ইলেকট্রনিক্স যন্ত্র তৈরী করছে।