03.Arduino-র ভাই ব্রাদার(Friends and Family of Arduino)

Arduino-র ভাই ব্রাদার

Friends and Family of Arduino



            আজ শোনাব ডেভেলপমেন্ট বোর্ড পরিবারের কাহিনি (ডেভেলপমেন্ট বোর্ডের কথা মনে আছে তো?? না থাকলেও কোন সমস্যা নাই। আগের পেজে একটু ঢু মেরে আসো।)

          ডেভেলপমেন্ট বোর্ড পরিবারে প্রথম সন্তান জন্ম নেয় ২০০৩ সালে। তার নাম আমাদের প্রিয় Arduino UNO । এর পর কেটে গেছে বহু বছর। আরডুইনোর পরিবারে যোগ হয়েছে আরো অনেক সদস্য। চাচাতো মামাতো খালাতো ভাইবোন মিলে আরডুইনোরা আজ সংখ্যায় অনেক গুলা হয়ে দাঁড়িয়েছে।আরডুইনোর ভাইবোনগুলা একেজন একেক রকম ক্ষমতার। যে কাজে যে সবচাইতে উপযোগী তাকেই বেছে নেয়া হয়।

          তুমি কী ধরনের প্রজেক্ট বানাতে চাও তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের ডেভেলপমেন্ট বোর্ড পাওয়া যায়। যেমনঃ Arduino, Raspberry Pi, Banana Pi, Intel Edison, Udoo Neo, Adafruit Flora আরো অনেকে। তুমি চাইলে Wikipedia তে সার্চ দিয়ে আরো অনেক ডেভেলপমেন্ট বোর্ডের নাম জানতে পারবে। আমরা আপাতত সকল কাজ আরডুইনো দিয়েই করব। এর পর ধীরে ধীরে অন্য বোর্ডে কাজ করা শিখব...

Raspberry Pi
Raspberry Pi
Raspberry Pi

বাজারে কয়েক মডেলের আরডুইনো পাওয়া যায়। Arduino UNO, Arduino Mega, Arduino Nano। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আরডুইনো উনো(Arduino UNO)। তুমি চাইলে আরডুইনো মেগা বা আরডুইনো ন্যানো নিয়েও কাজ করতে পার। তবে আগে আরডুইনো উনো শিখলে বাকি গুলো একদমই পানি পানি হয়ে যায়।

Powered by Blogger.