01.শুরুর গল্প(Story of Arduino)
শুরুর গল্প
Story
of Arduino
শুরুর গল্পটা তিনজন ইতালিয়ান প্রকৌশলীর দখলে। তারা লক্ষ্য করলেন, যেকোন সার্কিট ডিজাইনিং, কোডিং থেকে সবকিছুই বিজ্ঞানীরা বা প্রকৌশলীরা করে থাকেন।
আমাদের সবার প্রিয় আরডুইনো উনো |
মনে করো তুমি তোমার দরজার সামনে দাঁড়াবে আর দরজা তোমাকে চিনতে পেয়ে নিজ থেকেই খুলে যাবে এমন একটা প্রজেক্ট বানাবে অথবা বিজ্ঞান মেলার জন্যে এমন এক রোবট বানাতে চাও যে নিজ থেকেই নিজের রাস্তা চিনে নেবে এমন ছোট ছোট কাজগুলাও আমজনতার সাধ্যের ভিতরে নাই। আবার তারা দেখলেন এসব ছোট ছোট কাজের জন্যে কম্পিউটারও প্রয়োজন হচ্ছে যা সবার সাধ্যের ভিতরে তাকে না। তখন তারা চিন্তা করলেন এমন কিছু আমাদেরকে উপহার দেয়ার যেটার মাধ্যমে সার্কিট ডিজাইনিং কোডিং সবকিছুই যে কেউ করতে পারবে কোন রকম ডিগ্রি ছাড়াই আবার সেটার দামও কম্পিউটার থেকে অনেএএক অনেএএক কম হবে।
যেই চিন্তা সেই কাজ। তারা আদা জল খেয়ে, মুখে হাত দিয়ে ভাবতে বসে গেলেন।ভেবে চিন্তে তারা একটা বোর্ড তৈরি করলেন যার নাম দিলেন আরডুইনো(Arduino)।
যারা আমাদেরকে আরডুইনো উপহার দিয়েছেন |
আরডুইনো জন্ম ২০০৩ সালে। এর পর থেকে আর পিছে ফিরে তাকাতে হয় নি আরডুইনোকে। তখন থেকেই এটি সাড়া ফেলে দেয় তরুণ বিজ্ঞানী সমাজে।
আচ্ছা আরডুইনো দিয়ে কী করা যায়??
এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আরেকটা প্রশ্ন। আরডুইনো দিয়ে কী না করা যায়?আরডুইনো ব্যবহার করে প্রজেক্ট বানাতে দরকার শুধু তোমার চিন্তা শক্তি আর একটুখানি ইচ্ছা।
মনে করো, তুমি চাও তোমার ঘরের তাপমাত্রা ২০ ডিগ্রি অতিক্রম করলেই ফ্যান ঘুরা শুরু হবে। খুব সহজেই এটা করে ফেলতে পারবে আরডুইনো দিয়ে।
আবার মনে করো, তোমার বারান্দায় লাগানো প্রিয় গাছটাতে নিয়মিত পানি দিতে পারো না ব্যস্ততার কারণে। তুমি এমন একটা কিছু বানাতে চাও যেটা তোমার লাগানো গাছগুলোকে সঠিক সময়ে পানি নিজে নিজেই দিয়ে দিবে। এমন একটা প্রজেক্টও খুব সহজেই আরডুইনো ব্যবহার করে করতে পারবে।
আবার মনে করো তুমি
তোমার সাইকেলে একটা মিটার লাগেতে চাও যেটা কতদূর আর কতক্ষণ সাইকেল চালালে, কত বেগ,
কোথায় আছো, সময় ইত্যাদি ইত্যাদি দেখাবে।
এমন আরো তোমার ইচ্ছা মত যে কোন প্রজেক্ট বানাতে চাইলে তোমার যা করতে হবে তা হচ্ছে ধৈর্য্য নিয়ে সবগুলা টিউটোরিয়াল পর পর গল্পের মতো পড়ে যেতে হবে। যে
সব বেসিক জিনিস না জানলেই নয় সেগুলা প্রথমে সহজ ভাষায় বলেছি। প্রথম ৬-৭ টা টিউটোরিয়াল পর থেকে তোমার হাতে প্রতি টিউটোরিয়ালে কয়েকটা করে প্রজেক্ট থাকবে।আর হ্যা কোথাও না বুঝলে আমি তো আছিই। ঘ্যাচাং করে একটা ইমেইল পাঠিয়ে অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো।
Next Tutorial>
Next Tutorial>