16. বাজার (Buzzer/ Piezo Buzzer) - Arduino Bangla Tutorial

বাজার
Buzzer/ Piezo Buzzer

Buzzer/ Piezo Buzzer হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স যা শব্দ (Buzz) করে । বাজারে ভোল্টেজ দেওয়া হলে বিপ বিপ শব্দ করে। বাজারে কারেন্তের ফ্রিকোয়েন্সি কিমি. বেশি করে বাজার দিয়ে যে কোন ফ্রিকয়েন্সির শব্দ বাজিয়ে ফেলা যায়। আমরা বাজার দিয়ে প্রথমে কিছু সাউন্ড করব।
বাজারকে আরডুইনোর সাথে কানেক্ট করা খুব সহজ। বাজারের এক মাথায় প্লাস চিহ্ন (+) আঁকা আছে, সেটা আরডুইনোর যেকোন I/O পিনে লাগাতে হবে। ধরো আমরা লাগালাম 12 নাম্বার পিনটায়।
ব্যস! সার্কিট বসানো শেষ।


এবার নিচের মতো করে কোড লিখে আরডুইনোতে আপলোড করে দাও।
int buzzerPin = 12;
void setup() {
     pinMode(buzzerPin,OUTPUT);
}

void loop() {
     digitalWrite(buzzerPin,HIGH);
}



আরপলোড করার পর বাজারের চি চি সাউন্ড শুনতে পারবে।
চলো আমরা এবার একটা মজার কাজ করি।
আমরা এলইডি প্রজক্টের মত করে ব্লিংকিং করব বাজার দিয়ে।
নিচের মত কোড লিখে আপলোড করো।
int buzzerPin = 12;

void setup() {
     pinMode(buzzerPin,OUTPUT);
}

void loop() {
     digitalWrite(buzzerPin,HIGH);
     delay(1000);
     digitalWrite(buzzerPin,HIGH);
     delay(1000);
}



এবার দেখো। এলইডি ব্লিংকিংয়ের মতো শব্দটাও ব্লিংক করছে। মানে পিক - পিক – পিক এ রকম একটা সাউন্ড দিচ্ছে।
পরবর্তী টিউটোরিয়ালে আরো মজার একটা কাজ করব। বাজার দিয়ে মিউজিক বাজানোর চেষ্টা করব।

<Previous Tutorial    Next Tutorial>  
Powered by Blogger.